আমি অনেক নিমগ্ন ছিলাম অন্তর্ধ্যানে,
এখন বুঝলাম অন্তরাত্মাই আসল।
কারণ এ দেহ পচে যাবে--মাটি তার
খাদ্য গোগ্রাসে গিলতে থাকবে।
কিন্তু থেকে যাবে অন্তরালে
অন্তরিত অন্তরিন্দ্রিয়।
বেকুব হয়ে থেকে থেকে বুঝি--
সবই অমূলক--তাই সত্তারে খুঁজি--
এ বিনা কোন কর্ম সাজে না।


আমার অন্তঃকরণ নিবদ্ধ ছিল---
কারণ আমার জ্ঞাত ছিল না বহুতর।
আমার শুধুই আহুতি ছিল--
সবকিছুর অন্তরালে কিসের এতো বহর?