চোখের নেশাই বড় নেশা
এ নেশার জ্বালা সইতে নারি,
যেদিক তাকাই ইচ্ছে আমার
রঙ-বেরঙের শাড়ি।


মনের নেশা মনটারে
উড়ায় আকাশ বাতাসে,
এ মন যেন অবিরাম
মিটিমিটি হাসে।


মেঘের কোলে রোদ হাসে
মেঘের কোলে রোদ হাসে---
মনটা হল রেলগাড়ি
ঝক ঝকাঝক চলছে বাড়ি
নেশার জ্বালা সইতে নারি;
যেদিক তাকাই ইচ্ছে আমার
রঙ-বেরঙের শাড়ি।


মনের ফুলের বাগানে
মৌমাছিরা গান বুনে,
গুন গুনাগুন মধুর তানে
পথ হারাব কোন বনে
ভালবাসব কোন জনে!
ভালবাসব কোন জনে!