মহব্বত কারে কয় বুঝি না রে
ওহে সোনা দিয়া পাখি কয়ে যাও,
মায়া লাগে ছায়া লাগে
পাখা মেলে একটুখানি বয়ে যাও।


আমার মনে আছে কতো যে রঙ
মনে মনে সাজি হাজারো সঙ,
দূরে তাকাই যদি কতো আলো-আশা
মেঘেতে চড়ে মন করে যাওয়া-আসা।


তবু মহব্বত কারে কয় বুঝি না রে
ওহে সোনা দিয়া পাখি কয়ে যাও,
মায়া লাগে ছায়া লাগে
পাখা মেলে একটুখানি বয়ে যাও।


লাল-নীল ফুলে মন ভুলে
প্রজাপতি মন নাচে,
মায়া আছে ছায়া আছে
তবু মহব্বত বুঝি না রে মন বুঝি না রে
ওহে সোনা দিয়া পাখি কয়ে যাও;
মায়া লাগে ছায়া লাগে
পাখা মেলে একটুখানি বয়ে যাও।