তুমি অবর্তমান
তাই হারিয়ে গেল কল্পনা;
উদার নয়নে মেঘের পানে চেয়েও
কোনরূপ ভাব আসে না।


চৌকস ভাষা যা ছিল---
সব কোথায় যেন হারিয়ে গেল।
তোমার অনুপস্থিতি আমার ভাবুক মনে
খন্ডাল তরবারি।


ভাব হারিয়ে গেল
রব হারিয়ে গেল
সব হারিয়ে গেল--
তুমি অবর্তমান বলে আমার কল্পতরু
নির্জীব হয়ে গেল।
দিগ্বিদিক পানে আর মনে মনে চেয়েও
কোনরূপ যশ আসে না।


তুমি অবর্তমান
তাই হারিয়ে গেল কল্পনা।