আমি আপন মনে চলেছি,
কখনো গতিভঙ্গ করি নি।
আমার চলার ফাঁকে তোমার আঁখিঠার
ছিল কিনা জানি না।
আমার কথার ফাঁকে তোমার মৃদু হাসি
ছিল কিনা জানি না।
তবু আমার চিন্তনে তোমার বাসনা
কখনো বাদ পড়ে নি।
আমি তোমাকে ভালবাসতাম না---
এমন কথা নয়।
মেঘের রাজ্যে পাশাপাশি যত মেঘ
ঢেউয়ের রাজ্যে পাশাপাশি যত ঢেউ---
তারা আপন বন্ধনে আপনার।


আমার গতি ছিল হৃদয়ের পানে,
যেখানে সুগন্ধ হালকা তুলারাশির মতো
ভেসে বেড়াত্‍; মনে হতো যেন সর্গোদ্যানে আছি।
কথায় কথায় কতো ফুল ফুটাতো সজনী;
সে হৃদয়-তারকা আমায় ভীষণ ভালবাসতো।


আমি যখন চলেছি সম্মুখে দৃষ্টিপাতে---
আমার অরূপলোচন ছিনল তোমার মায়া,
তবু আমি গতিহীন হয়ে যাই নি।


শুধু জীবনের বৃহত্‍ গতিকে আরও বৃহত্‍ করেছি
--যেন সবকিছু প্রেমময় হয়।


একটা আবেশ যেন রোধ করে বসে
আমার সরল গতিকে। বিবশ চোখে
তাকিয়ে থাকি---কোন কথা সরে না আমার
কণ্ঠ ছেদ করে।