জাহানে জাহানে আমার জাহান
হন্যে হয়ে খুঁজি,
নাই কোথাও তার পদচারণা, নাই কোথাও---
রাখিলাম তারে বুকের ঘরে।


বামস্বর কোথাও দেখিনা যেন
চুপিসারে কতবার দেখিতে যাই,
নাহি কোথাও তার পদচারণ, নাহি কোথাও---
আছে প্রাণের ঘরের দ্বারে।


জাহানে জাহানে প্রাণের জাহান
হারিয়েছি হায় ওরে,
নাহি কোথাও তার পদচিহ্ন, নাহি কোথাও---
আছে হৃদয় নামের মাঝারে।


জাহানে জাহানে প্রাণাধিকা মোর
মত্ত হয়ে খুঁজি,
নাহি কোথাও তার চরণচারণ, নাহি কোথাও---
আছে প্রাণপাখিটার কাছে।


বামাক্ষি কার দেখছি আমি হেন
একি জাহান আমার নয়?
পেয়েছি জাহান আমার জাহান
সেটা বুকের ভেতর হয়।