কখনো আমার গায়ে মেঘের ছোঁয়া লাগবে কি?
অথবা হৃদয়ের ছোঁয়া হৃদয়ে,
অথবা সাজানো বিলাসী বনের পুষ্পপল্লবিত
ছোঁয়া---যে ছোঁয়া আসবে ঘনায়ে।


আমি প্রহরা দিব আমার ছোঁয়া যেন
হৃদয়ের তরে হয়---সুপ্ত প্রতিভা জাগাতে রয়।
আনন্দ নাচন আর কতো---কিছু দুঃখ-সুখ,
বেদনার ভার যেন বিনিময় হয়।


পাথর গলে যাবে না এমন কথা নয়;
নিভৃত ছোঁয়ায় পরশমণি হবে না---এমন গল্প নয়;
যদি ছোঁয়াতে ছোঁয়াতে হৃদয় ছোঁয়া যায়,
কতো হাসি-হাসা আসবে ঘনায়ে।


কখনো আমার মাথায় আকাশ ছোঁয়া দেবে কি?
অথবা তরবার তার সুকঠিন ছোঁয়া বুকে,
অথবা গানের পাখি কি দেবে কন্ঠের
ছোঁয়া--আমরা আপনের ছোঁয়া চাই দুখে-সুখে।