সবকিছু ছেড়ে চলে যাব
থাকব না মায়ার বন্ধনে,
এ মাটির পৃথিবীতে মায়ার খেলা
চলবে কি নিশিদিনে?
থাকব না আর বেশি দিন
থাকবে না কেহ---
আমি চলে যাব, তুমি চলে যাবে,
চলে যাবে সেও সহ।


নেশার পানে ছুটেছি আমরা
নেশার বশের পুতুল হয়েছি আর,
যখন চিরবিদায়ের পালায় পড়ি
তখন বুঝতে পারি তার।
হুঁশ তো থাকে, হুঁশিয়ার থাকি না
ভাবতেও বসি না অমরলোকের কথা,
কোথায় এলাম আর কোথায় ছিলাম
নতুবা যেতেই হবে কোথা?


সবকিছু পর হয়ে যাবে
সব যে অলীক মায়ার খেলা,
সব যে অবাক লাগে
এ কেমন মেলা?
এ পাড়ে তো রয়েছি আরামে
ও পাড় কেমন কার জানা?
এ পাড়ের তালে তাল রেখেছি
ও পাড়ের তাল অজানা।