একটি মন ঠিক রাঙা ভোরের মতো
আমাকে পরাল শোভিত প্রেমালঙ্কার,
সেই মন চকিতে চকিতে চঞ্চরীকা রাগে
শোনাল সুমধুর অবিদিত ঝঙ্কার।


দু’টি মনের চোখাচোখি হয়ে গেল লাল চোখে
গাঁথা হলো কিছু না বলা বাকের মালা।
বিমুগ্ধ আননে প্রেমোহার সাজাল আচঞ্চল
প্রাণের বাঁশরী রক্ষিত কুঠরে।
হেরেছি তার মায়াডোর মনে,
দিঠি টানা বিমুক্ত পাখি যেন সে;
সে-ই রূপের বালা।


আমি কাঙ্ক্ষিত স্বপ্নের পরী খুঁজেছি কবে জানি না,
আমার গভীরে সোনালী বরণ পাখি এসেছে আজ
তার সুশোভিত প্রেমালঙ্কার ধরে।
আমি তারে মনের স্বপ্নে এনেছি
সে রয়েছে আমার হৃদয়ের সুরে সুরে।