বই পড়া আগে ছিল বাহাদুরী
পরে হল আনন্দ,
এখন বই পড়া আমার নেশা।


বই-বাজারে যাব--হায়রে তামাশা
বইয়ে বইয়ে বাজার সয়লাব হয়ে গেছে,
কোনটা ফেলে কোনটায় করি আশা!
এক-একটা দোকান যেন বইয়ের ঢিবি
পাতালপুরী, আকাশপুরী, স্বপ্নপুরী--
কোন পুরী-ই এখানে বাদ পড়ে নি।


মজার ব্যাপার
ইচ্ছে করে বইয়ের গাদায় বই হয়ে থাকি।
আড়ি-আড়ি সারি-সারি সান্ত্রীর মত
তারা যেন জ্ঞানের পাহারাদার।


বই পড়া আগে ছিল বাহাদুরী
পরে হল স্বস্তি,
এখন বই পড়া আমার আশা।