তোমার  পদধূলিতে
আমার হৃদয় অঙ্গণ আজি ধন্য।
আমার সন্ন্যাস জীবনের পরিসমাপ্তি
বনলতা, তোমারি জন্য।

তুমি বসন্তের আগমনী বার্তা
তোমার অমিয় সুরের মূর্ষণায়
আন্দোলিত হয়  
আমার হৃদ স্পন্দন ।


তুমি দূর্বা ঘাসে জমে থাকা
শরতের শিশির
তুমি মুক্তোর আলো ছড়াও
সূর্যের মুচকি হাসিতে।


তুমি ক্লান্ত কৃষকের
দীর্ঘ প্রার্থনার কালো মেঘ
তোমার ঝরমান বৃষ্টিতে
শান্ত হয় অতৃপ্ত আত্মা ।


তোমার নীরব চাহনী
জলস্রোত বয়ে আনে
সবুজের মেলা বসায়
হৃদয়ের শুষ্ক  অরণ্যে।


বনলতা, শুনছ আমায়
তোমার ভাবনায়  
স্মৃতির পাতা আজ ভরপুর
সহস্র কাব্যমালায়।


তোমার অশ্রূসিক্ত চোখ
কালবৈশেখি ঝড় আনে
বিধ্বংসী আঘাত হানে
আমার হৃদয় অরণ্যে।


বনলতা সত্যি বলছি
তোমার সৌন্দর্য অবিনশ্বর
তোমার তুলনা  বিশ্বভ্রম্মান্ডে
খুজে পাওয়া দুস্কর।