ঢং ঢং বেজে ওঠা গির্জার ঘন্টা  
গাঢ় করছে রাতের নিস্তব্ধতা
সাপ্তাহিক  কনফেশন শেষে
স্বস্তির নিঃশাস ফেলে পাদ্রিটা


আমি কনফেশনের শেষ প্রার্থী
পাপের ঝুলি আজ ভর্তি
আমার পাদ্রি তুমি বনলতা
কনফেশনে  কর  মুক্তি


কামনা বাসনায় চিতা জ্বালিয়ে
রচিত আমার সন্ন্যাস যাত্রা
নব সন্ন্যাসীর বাহন পুড়ে ছাই
মেরামতকারী আজ কোথাও নাই

লোহায় মরিচা পড়ে জানি
জল আর বাতাসের ফন্দিতে
আমি মেতেছি প্রেমের খেলায়
আলো ও আধারের সন্ধিতে


চাঁদেরও কলঙ্ক আছে জানি
যামিনীর ঘোর অন্ধকারে
কনফেশনে পবিত্র সে
আলোর দেবতার সংস্পর্শে


বনলতা শেষ মিনতি
কর সেই কনফেশন
পৃথিবীর বুকে রচিত হোক
ভালোবাসার অভিনব কনফেশন।