অষ্টাদশ শতাব্দির বৃটিশ কবি William Black  এর A poison tree এর ভাবানুবাদ।


ভিসুভিয়াস উথলেছিল
আমার ক্রোধও তাই
প্রিয় বন্ধু এক, তার ছিল দায়।
মিনতি করছি রোষে
সুহৃদে কি ক্রোধ সাজে
সুবোধ বিরাগ নিমেষে মিলায়।


বৈরি একজন, জাগালো দহন
বলিনি রাগে, করিনি দমন
ধিকিধিকি জ্বলে বেড়ে চলে কোপ।


বহুরূপী আমি লুকিয়েছি ক্রোধ।
কপট অশ্রু ঝরিয়েছি রোজ
বিভ্রান্ত কালকূট পায় বিকৃত ভোজ।


গ্রাসী হয় দাবানল মনের দহন
ক্রুর রজনী যায় আসে সৌম্য অহন
অরি ভাবে পরাভূত আমি হয়েছি দমন।


অবশেষে সেই হলো
বৈরি সে ফাঁদে এলো
মথবে মশীরাতে আমার স্বপন
দিন গুনা শেষ হলো
ক্রোধ মোর ঝলসালো
নির্মল প্রভাত দেখে নিশ্চল দশানন।