হিংস্র শ্বাপদ এক,আমি শার্দূল
বাদাবন দাবড়ানো কর্বর,  
গতিতে আমি দুলদুল।
গোলপাতার আঁধারী আলোতে
শিকারী আমি নির্ভুল,
সুন্দরবনের অমিত হিংসারু,
আমি রক্তপিপাসু শার্দূল।


প্রাণ বাঁচাবার তাগিদে আমার
হত্যা করি শত জানোয়ার,
জঠর ক্ষুধা হিংস্র বানায়
প্রখর থাবা নখর সাজায়,
হিংসা আমার পেশা নয় হায়।
প্রত্যয় হয়? কি বা এসে যায়!


আমায় যারা শ্বাপদ বানায়
হিংস্র পশুর তকমা লাগায়
জগত জুড়ে হিংসা ছড়ায়
পুচ্ছ বিহীন শাখামৃগ এক
মানুষ বলে করে যে বড়াই।


মনুজ তুমি? কোথায় সদ্বিচার
হিংসা ঘৃণায় করো ছারখার
ক্ষুধা তো নয়, লিপ্সাই সার
অন্তহীন - শেষ নাই যার।
জগৎ জুড়ে ছড়াও হাহাকার।


ভুবন মাঝে সেরা জীব তুমি?
ছি:,ছি:, এ বড় লজ্জার।
এ তো পরাজয়, এ যে হার
মানবতা ছাড়া থাকে কি আর?
সৃষ্টির সেরা তুমি, জাগো
জাগবে কি বিবেক তোমার?
সত্যিকারের আসল মানুষ
কবে হবে আর বার!!
অপেক্ষায়, প্রতিক্ষায়
বিশ্বজগত গুনে যায় দিন
শতবার - বারবার।