ফিরবো কবে আমার ঘরে,
যাত্রা শুরু যে কাননে
চির সুখের নিবিড় আবাস
অমরাবতীর অজর কোলে।


হলো অনেক কল-কোলাহল
জগৎ মায়ায় ছল-ছলাছল
লোভের ঢেউয়ে দুল-দোলানী
কাম বাসনায় প্রেমের বাণী।


আসবে এবার  যাওয়ার পালা
নিবুক আলো পণ্যশালার
চাওয়ার ঘরে লাগিয়ে  তালা
নাও গুটিয়ে পুতুল খেলা।


ডাকার আগেই তৈরি হলে
মন গুছিয়ে যাওয়ার দলে
কাটলে শেকড়, ব্যাথার কামড়
লাগবে না তো তেমন করে।


তাইতো বলি বন্ধু  যত
ছাড়ার জিনিস ধরবে কত
নায়ের বাদাম দাওনা তুলে
অমর জীবন, শান্তি পথে।