হেঁচকি তুলে শ্বাসটি ফেলে
সবজী বলে পেঁয়াজে,
তুর্কী নেচে লম্ফ দিয়ে
আবার হলে মিঞাজী?
বাজার দামে ফুঁসলে তুমি
মজুতদারের সোনার খনি
আমজনতার লাগলো শনি
কায়দাটা ভাই জানাও গুণী 😇


মিঞাসাহেব শ্বাসটি টেনে
আগুন ঝরা দৃষ্টি হেনে
বললো কড়া মেজাজে,
দামের চড়া পাগলা ঘোড়া
নয়তো আমার হাতের গড়া
বণিক যত, কোটাল উজীর
সবই তাদের ফন্দী ফিকির
চুক্তি করে আগুন দিল পেঁয়াজে।😡


এখন ওভাই চল সবাই
মিলে মোরা তাদের ঠেকাই
পেঁয়াজ ছেড়ে নজর লাগাই আদাতে,
সোনার খনি,হোক না শনি,পচুক তাদের জাহাজে।😎