আফ্রিকার অভয়ারণ্য,
মুক্ত কত বণ্য, তাদের আনন্দ
বনজ জীবনের স্বাদে।
খেচর যত স্বাধীন বিহঙ্গ
গগনে জাগায় কূজন তরংগ
খাঁচার বন্দীকে মুক্তি সাধে।


মুক্তবাজারের সোনালী ফাঁদে
আটক সমাজ নিত্য কাঁদে
আর কত এই আধমরা বাঁচা?
সুদ মুনাফার সুকঠিন দাঁত
পঙ্গু করে চলে মেহনতী হাত
নাজাতের পথ নয়কো তো সোজা!


তবু ডাক দেয় অরণ্য আমাজান
বজ্র জাগায় নির্জীব কোটি প্রাণ
তটিনী চরাচর দেয় আহবান
মুক্তি সমরে হও আগুয়ান।
মালেমার কন্ঠে আফ্রিকা জাগে
গাজায় হামাসের ভৈরবী বাজে
দখলদারির যত ছল রুপ আছে
দিন শেষ তার, নিপাত যাবে- দাফন হবে
নয় হায়েনার দল, জগতে এখন মানুষ রবে।