১)


ক্ষুধার মেজাজটা বড় কড়া
জেগেই শুরু তার নড়াচড়া
উদরে খটাখট নাড়ে কড়া
অতপর মগজে হামলে পড়া।
জ্বলন্ত পেট, বৈশাখী মাথা
দেহ মন জপে,ক্ষুধা বড় ক্ষুধা
দাও খাওয়া,পেট করো ঠান্ডা
নয়তো উঠবে আগুনে ঝান্ডা।


২)


দুই ভাই তারা, ক্ষুধা আর ভুখা
আত্মা হরিহর ওতোপ্রোত বাঁধা
সোমালিয়া হয়ে ইয়েমেন ঘুরে
গরীবের দুনিয়ায় তান্ডব করে।
গাজাতে হামলা, চেহারা করাল
নেইকো ভাতরুটি, নাইতো চাল
ভুখা মরে শিশুরা, মায়ের রোদন
নারী যুবা বৃদ্ধের চলছে দাফন।


৩)


আমাদের ফ্রিজ বলে নাই ঠাঁই নাই
বাসনের ভোজতো মাছিতেই খায়
খোকাটার রুচি নাই ভাগাড়ে ফেলি
বিয়েবাড়ি মেজ্জানে চলে বাহাদুরি।
গাজাতে মরে শিশু দুধ পানি চেয়ে
গাছ-পশু প্রেমীসব তামাসা দেখে
মানবতার  কিতাবে কি মুসলিম নাই
দিগম্বর বিশ্ব হে তোর মুখে ছাই