সব কিছু বদলে গেছে, হচ্ছে বদল নিত্যদিন
ঘুরছে সময় চক্রে কালের বাড়ছে শুধুই ব্যাধান
নয়তো ঔষধ তারিখ মারা মেয়াদ শেষে গচ্চাদেয়া
চাকুরী নয় সরকারি যে, যখন তখন বদলী হওয়া।


মুরুব্বিদের সালাম করে স-ভক্তিতে সটকে যাওয়া
খুব গোপনে হুক্কা টেনে এলাচ মুখে সামনে আসা
সেই দুনিয়া সমাজ আচার, বদল হয়ে ভেস্তে গেছে
আংকেলেরা বহাল এখন, চাচা-কাকা চাংগে বটে।
আব্বুরা সব হচ্ছে ড্যাডি, বাপবেটাতে মুভি দেখে
মশলা গরম কোমল নরম  টিভিতে সব ছবি চলে
আম্মারা তো মাম্মী সেজে বেজায় খুশী প্রগতিতে
ফিটিং হয়ে আপু সেজে বাজার ঘাটা জরিপ করে।


ডিজিটালের গতি দিয়ে ভাংছি যত নিয়ম আচার
সমাজটাতো রসাতলে, মানুষ কোথা ভাবনা ভাবার
কিন্তু যখন বিষের গোটা ফাটাবে ফটাশ চারা হয়ে
ডগডগিয়ে বাড়বে বিপদ ঘনকালো আঁধার ছেয়ে।