মধ্যবিত্তের ঝান্ডা ফেলে
বসত সাকিন বস্তিতে
ভদ্দরনোকের সতীদাহ
খিস্তি বুলির উৎপাতে।
ম- আকারে সকাল শুরু
চো- বচনে সন্ধ্যা হয়
নজরকাড়া মহৎ কিছুর
কেমনে মনে জায়গা হয়?


সমাজটাতে এখন যে আর
সভ্য শুভ পায় না ভাত
চন্ডাল ভারী, হালকা গুরু
জ্ঞাণী থাকেন দূর তফাত।
সুরের এখন আকাল বড়
বাজছে বেজায় অসুর সুর
অসুন্দরের কদর ভালোই
সত্যবাণীর  জিন্দা গোর।


শেয়ালপন্ডিত শিক্ষাবিদে
মূল্যবোধের হরিবোল
বিচার এখন কোয়াক হাতে
নেতায় নেতায় চুলাচুল।
অর্থনীতির আই-সি-ইউতে
অক্সিজেনের জোগান নাই
প্রলয় বাজায় ধুমধাড়াক্কা
আল্লাহ আল্লাহ জপো ভাই।