সাতসকালে কাকের ভোরে
বন্ধু আমার সদর দোরে
হাঁকটি দিল বেজায় জোরে
দোস্ত তুমি ঘাপটি মেরে
ভালোই আছ আপন ঘরে
শান্তি নিয়ে,পরিজনের মিষ্টি ঘেরে।


ত্যক্ত মনে বাইরে এসে
দাঁত কেলিয়ে কপট হেসে
দুহাত মেলে জড়িয়ে ধরে
দোস্ত নিয়ে খাতির করে
আসীন হলাম বসার ঘরে
নাস্তা হলো,গীবত হলো ঘন্টা ধরে।


বন্ধু গেলে আপন মনে
জাগিয়ে বিবেক নিরজনে
মনের গোপন দরজা খুলে
লৌকিকিতার  মুখোশ ফেলে
মুখটা দেখি আয়না তুলে
আসলে কি শান্তি আছে আমায় ঘিরে?


চমকে উঠি ছায়া দেখে
কদাকার এক মুন্ড নেচে
বললো বিকট ভেংচি কেটে
ভন্ডামিতে গেছো পেকে
ঠকাচ্ছ লোক সুখী বলে
তোমার মত বজ্জাতের হাড় লাখে মেলে?


আসল কথা মন বলেছে
শান্তি সুখ অনেক আগে
ফানুস হয়ে দূর আকাশে
ফেরার হয়ে  চলে গেছে।
এখন মানুষ ফুর্তি করে
পায়না যে সুখ,ভোগী হয়ে মজা খোঁজে।