সিরাজরা মিশে গেছে, বিশ্বজমি হয়েছে উর্বর
তবে হামিদুর নয়, জন্মায় ব্রুটাস, মীরজাফর
জগৎশেঠ,ঘেশেটিদের লজ্জার দিন শেষ
মাহমুদ আব্বাসগং, উমিচাঁদের বড় তেজ
বেঈমানী এক শিল্প, সাফল্যের সেতু আজ
বৈরামখান,টিপু সুলতান, তিতুমীর- যত বীর
নিঃশেষে শেষ প্রজন্ম থেকে, আদর্শ নতশির
বীরশ্রেষ্ঠ শুধু পাঠেই, উত্তম নয় বরেণ্য আর
ন্যায়ের নকিব যত, গেছে কালাপানি দ্বীপান্তর
ত্যাগের মহিমা শুণ্য কলশ, লিপ্সাতে ছারখার।


বড় দুঃসহ, কৃতঘ্ন প্রজাতির এই প্রবল প্রজনন
তোমার অধপাত, আত্মহনন, হে বনী আদম
তুমি আশরাফ, নও ডারউইনী আহাম্মক বচন
কুলে ছিলেনা শাখামৃগ কভু, প্রজন্মে নও শ্বাপদ
কেন তবে হায় ধুলায় লুটাও, আপন  দীপ্ত গৌরব!