দাঁড়কাক ডেকে বলে তার জ্ঞাতি পাতিরে
থাকি গাঁয়ে আধা খেয়ে আসিব কি শহরে!
খাওয়া খুব পাওয়া যায়,হেথা না কি ভাইরে
তাইতো এসে পড়ে বেঁচে যেতে চাই রে।
পাতি শুনে হাঁচি দেয় সাড়ে তিন প্রস্থ
দুইবার নাক মুছে শ্বাস নেয় মস্ত,
তারপর বলে দেয় সাফ সাফ দাঁড়িকে
ঐ কাজে বড় লাজ এসো নাকো এদিকে।


মানুষেই হাঁসফাঁস দাম বেড়ে মার মার
আক্রার চাকুতে জিন্দেগী জেরবার,
ইজ্জত কোরবান বস্তিতে গুজরান
অভাবের কশাঘাতে স্বপ্ন খানখান।
টোকাই আর কুকুরে কাড়াকাড়ি ভয়ানক
ফাঁকে পাই টুকরা আমি কভু আচানক
ভীড় বেশী বাড়িয়ে দিও না আর কষ্ট
গাঁয়ে থেকে আধা খেয়ে, জানে বাঁচো দোস্ত।