সভ্য মানুষ, চারু সজ্জায় ঢাকা
মধুর বুলিতে আভিজাত্য মাখা
নিত্য শুনি,ভালো, কত ভদ্র আহা।
আসলে আমরা শংখমার্কা ইতর
তিনবেলা আহারী পেটুক শুকর
ধুর্ত ভন্ডামীতে সাধু সাজার ছল
বসন্ত,ভেলেন্টাইনে নাগরিক দল
উৎসব দিনে দিনে, খরচা শপিংএ
পার্লারে যাওটা বাদ কভু দেইনে।


অথচ দুনিয়ায় আশি কোটি হায়
ক্ষুধার্ত প্রতি রাতে বিছানাতে যায়
প্রতিদিন ঝরে যায়  দু'হাজার শিশু
অনাহারে মরে তারা খায়না যে কিছু
পৃথিবীতে জনতার ভুখা রাত কাটে
শত প্রতি দশজন, কি'বা যায় আসে!!