হা রে রে হল্লা বলো
বাম্বু দিয়ে জোরসে ঠেলো
বিবেক বাবুর বিচার ঘোড়া
পড়লো শুয়ে হয়ে খোঁড়া
কেমন করে পড়লো ফাঁদে
বিবেক বাবা কাঠগড়াতে।
হা রে রে ঢক্কা বাজা
ঘুমিয়ে পড়া বিবেক জাগা।


হো হো হো, সব অকারণ
হবেনা হায় তার জাগরণ
ও যে ভাই জেগে ঘুমায়
কেনা বেচার সেই সে জাগায়
নগদ ভোগের বস্তা লাগাও
যেমন খুশী বিবেক সাজাও।


ছি ছি ছি শরম বড়
বিবেক তুমি জগত ছাড়
জেগেই যদি ঘুমটি দিবে
তুমি আবার ন্যায়টি কিসে?


না না না শোন আমায়
বিবেকের আপন সাফাই:
"কথায় কোন আসবে না ফল
হচ্ছে পানি ঘোলা কেবল।
জ্ঞানের বুলি এতো কিসের
হিতাহিত জাগাও নিজের
হক- ইনসাফের রাস্তা ধরো
আপন বিবেক ধোলাই করো।