ভালোবাসা - বাতাস যেমন,
যায় না তারে মুঠোয় ধরা,
যতই লাগাও ফাঁদের বাঁধন,
দেখবে যেন শুণ্য ঘড়া।


আদর পেয়ার ভালোবাসা,
কস্তরি সে জাগায় আশা,
প্রণয় যখন হয় পরিণয়,
যায় হারিয়ে দেয় নিরাশা।


পেয়ার কারো টাকায় ঘিরে,
প্রণয় কারো নারীর তরে,
যশ আর খ্যাতি ভালোবাসে,
এমন অনেক আদম আছে।


ভালোবাসার সকল রকম,
হাওয়াই মিঠাই চাখতে যেমন,
পেলাম বলে ধরলে চেপে,
নাই হয়ে যায় যখন তখন।


তাই বলে কি ভালোবাসা,
এই জগতের মরিচিকা?
হয় না কভু নিখাদ খাঁটি,
ভানুমতীর ভেলকি ফাঁকি!!


নিখাদ খাঁটি ভালোবাসা,
অবিনাশী অটুট ছায়া?
মর্তলোকের তত্ব ছেড়ে,
পরজগতের জাগাও আশা,
এই দুনিয়ায় নাও ভরে নাও,
ধ্রুবলোকের জমা খাতা।