ও সজনী প্রণয় সখী
তোমায় কত ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি
বলবো আমি দিবানিশি
জপি যখন-ভালোবাসি
তুংগে থাকে প্রেমের রাশি
কল্পতরুর ডালপালাতে
ঋতুরাজের দমকা লাগে
হিয়া থাকে উথাল-পাতাল
ভাবটা যেন-প্রেমে মাতাল।


আসলটা কি সত্যি করে
হাতটা রেখে বুকের পরে
বলতে পারি সবার তরে?
প্রেম পীরিতির তত্বকথা
আসলে ভাই সবই ফাঁকা
ভুজুংভাজুং কথার মালা
বিছনা খাটে উর্মি তোলা
মূলে থাকে ভোগ লালসা
হৃদয় মনের সালসা ঢেলে
শরীরটাকেই ভোগের আশা।


আসল যদি ভালোবাসা
পাওয়ার থাকে মনে আশা
ভালোবাসো অতুল যিনি
সর্বলোকের প্রভু তিনি
দয়ার সাগর অসীম উদার
এক ও একক সত্তা যে তাঁর।