লেখাপড়ার কমতি আছে
বাবার টেঁকে পয়সা কম
দাদা ছিলেন চাষি মজুর
খান্দানেতে নেইকো দম।
তাই বলে ভাই সমাজেতে
তেমন বেশী ফেলনা নই
ছোটলোকের কম্মো কাজে
কেমনে আমি শামিল হই?


পাথর ভাংগা, মাটিকাটা
ভদ্দরনোকের কম্মো নয়
ডিগ্রী পাশের কাগজ আছে
গতর খাটা আমায় সয়!!
ফুটপাতে আর বস্তিঘরে
থাকার মানুষ আমি নই
সাফ কাপড়ে চলি বলে
মধ্যবিত্তের অংশ হই।