ভদ্দর নোকের বংশ আমি
কায়িকশ্রমে ভয় যে পাই
নিজের বোঝা বইতে নারি
ইজ্জতের যে হাওয়া যায়।
মধ্যবিত্তের তমকা সাঁটা
কায়দা কেতা মারতে হয়
ক্ষুধার জ্বালা সইতে পারি
অহংকারে আপোষ নয়।


নগদ পুঁজির ঘাটতি বেশী
ব্যাবসা পাতি  হবার নয়
বুকের পাটায় কমতি বলে
মাস্তানীতে পাই যে ভয়।
জন্ম বাবার গাঁও গেরামে
চাষার ছেলে পরিচয়
সেই কৃষিতে যাওয়ার কথা
ভাবলে বড় লজ্জা হয়।