উথাল-পাথাল পণ্যদামে
গণ-মানুষের উর্ধশ্বাস
সেই সুনামি সমাজ থেকে
ভদ্দরনোকের করছে নাশ।
সময় এখন পিঠ বাঁচাবার
জীবন যুদ্ধ অন্তহীন
আধা খেয়ে জনসেবার
ভাবনাটা আজ অর্থহীন।


মধ্যবিত্ত ছিল সেদিন
নবযুগের  ঘোড়সওয়ার
জ্ঞানী গুণী লেখক কবি
সব শ্রেণীরই আঁতুড় ঘর।
আজকে তারা গরব হারা
ভাংগা তরীর ছেঁড়া পাল
অহংবোধের টুপি খুলে
বস্তিতে ঠাঁই, হাল বেহাল ।