নেতাজী টেন্ডারী, যেন শিকারী বাজ
তাঁর দরবারে কাচ্চি মেরেছি আজ
কাবাবের সাথে নধর খাসির ভাজ
নাই তুলনা কালাভুনা, মুরগীর রান
বোরহানি পানে জুড়িয়েছে মনপ্রাণ
জয় তু নেতা, দাওয়াত বটে একখান।


চল্লিশ লিটারি ভুঁড়িতে দুদুল দুলি
জিরকন ঢেকুর বার-বার  তুলি
নিরব রাজপথে লালনীল রাতে
রাস্তায় নামি বড় তৃপ্তির অনুভবে
আবেশ ভাংগে ক্লান্ত এক ডাকে:
খাইনি দিনে,এখনো ভুখ পেটে।


কাচ্চি আমেজ নিমেষে পালায়
শীতল তরংগ  হৃদয়কে কাঁপায়
মানুষ আমি কি? মনকে ভাবায়
এমন কেন? লঘিষ্ঠ ভরপেট খায়
অতপর খোঁজে হজমের অনুপান
গরিষ্ঠের শুধু খাদ্যাই, বাঁচাতে প্রাণ!!