১) দিবস পর্ব।


জিন্দাবাদের ঢেঁড়া পিটাই
রাজপথে জোরসে চেঁচাই
ডান্ডা খেয়ে গলিতে যাই
তবু মোরা দমছিনা ভাই।
আপন মতের ঝান্ডা দোলাই
ডাকছি দেশের এসো সবাই
শাসন করার মওকাটা চাই
মুক্ত-স্বাধীন দেশটি বানাই।


২) রজনী পর্ব।


গণতন্ত্রের সব টম চাচারা
আমরা ধোলাই খাচ্ছি কড়া
ওদের খুঁটায় দাওনা নাড়া
হোকনা তারা গদী ছাড়া।
তোমার দেয়া সিঁড়ি পেলে
দেবো চাওয়া মনটি খুলে
আড্ডা ঘাঁটি সাগর নদী
করতে পাবে যেমন খুশী।