জগত জুড়ে আজ কিছু জাতি আছে
যুদ্ধ লাগায় রক্ত ঝরায় অস্ত্র বেচে
ঝুলিতে থাকে, মানবতন্ত্র গণেরতন্ত্র
অভাব মুক্তির মোহন তাবীজ- তন্ত্রমন্ত্র।


বাহির তাদের সফেদ সাদা,পাক্কা শেখফরিদ
ভিতরে যত কুটিল কালো, বগলে আধলা ইট
সূই হয়ে আসে মানব কাজে,স্বার্থের নয় আশা
দিন যত যায় রুপ বদলায়,দশানন দেয় দেখা।
ত্রাতা থেকে দাতা, পরে মহাজন শাসনদন্ডে হাত
দেশপ্রেমি যত, বধে শত শত,নামায় নিকষ রাত
বেঈমান আসে স্বাধীনতা বেচে, বিভব বিনিময়
এঁটোখেকো সব করে উৎসব, ভন্ডের হয় জয়।


জালেমের দিন,এই চিরদিন,যায়না তো ইতিহাসে
উঠে নবারুণ, টুটে যায় ঘুম, মুক্তির শুভ আশ্বাসে
তাইতো জনতা করেছে একতা, মুখে শান্তির বাণী
হবে হবে জয়, সত্যের জয়, ওই শোন জয়ধ্বনি।