প্রাথমিক।


সোনারবাংলার বখাটে টোকাই
জাতে কচুরিপানা ঠিকানা নাই
গণরোষে পলায়ন,শহরে আবাসন
ফুটপাত ঠিকানা, ক্ষুধা সারাক্ষণ
ভিক্ষার জীবনে বেঁচে আছে প্রাণ
কালো কাজ আর নয় করেছি পণ।


মাধ্যমিক।


বখাটে নই আর, কাজ করে খাই
চাকুরী করি বলে মাস শেষে আয়
সাদামাটা জীবনের নাই কোন রঙ
ধনী লোক দেখলেই মন উচাটন
মনটা লোভী হয়, দেইনিকো ছাড়
হব ভালো, মন্দতে আমি নাই আর।


উচ্চমাধ্যমিক।


তবু মন ভন ভন, বাড়ী গাড়ী চাই
যাও ফিরে আসলে - বিবেকে ছাই
করি শুরু ধান্দা কালো এক রাতে
আসে আয় বেহিসাবি ব্যয় দুইহাতে
ফুটপাত ছেড়ে আজ বাড়ী আলিসান
সেই আমি নই আমি, থাকি গুলশান।