ছোট্ট শিশু ছিলাম আমি
টলোমলো হাঁটতে জানি
থাকতো সাথে আমার বাবা
মেলতো না ভয় শীতল থাবা
বাবা ছিল সবুজ ছায়া
জীবন জুড়ে অশেষ মায়া।


জীবনমাঠের ছিল চড়াই
অভীক বাবা করতো লড়াই
দিনের শেষে ফিরতো যখন
ইমন রাগের মধুর বাজন
বাবার কায়া জাপটে ধরে
ছোট্ট জীবন বাড়তে থাকে।


এমনি  মধুর সময় যখন
বাবার তরে আসলো সমন
লেঠেল কিছু দু'চোখ বেঁধে
তুললো ধরে মাইক্রোবাসে
বললো তারা-নিচ্ছি জামাই
চৌদ্দশিকে হবে ধোলাই।


তার পরেতে দশক গেলো
জীবন পুড়ে কয়লা হলো
হরেক রকম তেলেসমাতি
নিরাশ আশার ভুতের বাতি
পাইনি বাবার তত্ত্বতালাশ
শব্দ কথা, হাড্ডি বা লাশ।


এখন আমি অনেক জানি
আয়না ঘরের খবর শুনি
বুঝতে পারি বাবা আমার
এই জগতে ফিরবেনা আর
তবুও জানাই দাবী আবার
দাও ফিরিয়ে বাবা সবার।