বন্ধু তুমি কি আকাশ দেখেছো বিরলে
নেত্রের দর্শন নয়, হৃদয়ের অনুভবে?
দেখোনি কীলক বিহীন অসীম বিস্তার
সুনীল দূরতায় তারকার অকল্প সাগর
সময় কি হবে ভাবার - নির্মান কার?


আমরা দেখি নিত্য প্রহরে সেই দিবাকর
বিহনে যার সবুজ বসুমতি বন্ধ্যা, অসার
ছুটি হরতাল নেইতো জানা,অক্লান্ত অজর
নিয়মে বন্দী সেই দীপ- মানে নির্দেশ কার?


মাটিতে আছে বিটপী কানন, হরেক রকম
আলো পানি এক,ফলনেতে বিভেদ অগনন
বড় বিস্ময় - এমন কৌশল কার?


উত্তর চাই? থামাও বাসনা, করো তীক্ষ্ণ হৃদয়
আসবে অনুভবে, স্রষ্টা একক-অংশী কেউ নয়।


আদি ও অন্তে তিনিই শুধু, চিরঞ্জীব  অক্ষয়।