মূল: সিঙ্গাপুরের কবি লি জু ফেং


আমার তিরোধানে
ঝরবে অশ্রু মুক্তা হয়ে
যাবেই না তা পরলোকে
কাঁদো এখন - এ জীবনে।


রক্তিম গোলাপ পাঠাবে
সুবাস কি আমায় পাবে
দাওনা সুবাস - এ জীবনে।


মহিমা ভরা বাক্য সাজাবে
শুন্যেই তা মিলিয়ে যাবে
শোনাও এখন- এ জীবনে।


মানুষ আমি, ভুলের খনি
ভুলবেই - জানব না আমি
হবে ভালোবাসা,এ জীবনে?


আমা বিহনে,শুণ্য হৃদয়
পরলোকে কি অনুভব হয়!
হৃদয়টা খোল-এ জীবনে।


ভাববে তখন
দিতাম না হয়
খানিক সময় আরো!
দাওনা প্রিয়া,
সজীব এখনো
জড়িয়ে নিবিড় ধরো।


যখন আমার প্রয়ান হবে
ছুটবে তুমি নিবাস খোঁজে
সাজাবে বাণী,হৃদয় মাঝে
কপট আঁখি অশ্রু ঝরাবে।


কিন্তু,মোদের বাক্য বিরতি
আলাপে ছিল দীর্ঘ যতি,
তবুও কি ক্ষতি
হয় কথা যদি
হোক না কিছু -এ জীবনে।