ষাট দশকের চোংগা পরা
ছোকরা ছিল পাংকু যারা
সবার কাছে নামটি ছিল টেড্ডি।
বাপকে বাবা ডাকতো না যে
টানতো সিগার ঘরেই বসে
বলতো হেসে "হাই, হ্যালো মাই ডেড্ডি"।


সেই দুনিয়ার চক্র শেষে
এক্স,মোবাইলেরর যুগটি এসে
উথাল-পাতাল হচ্ছে এখন সমাজে।
নিয়ম নীতির নাইকো বালাই
সাজ-পোষাকের হচ্ছে ছাঁটাই
আচার বিচার সব গিয়েছে ভাগাড়ে।


চ্যাটিং,ডেটিং ভেরি কমন
গভীর রাতে ঘুমাই এখন
নীল জগতে সাঁতার কাটি আরামে।
বিবেক নীতি শুদ্ধ আচার
ওল্ড মডেলের  ব্যাপারস্যাপার
আছে লেখা বই কিতাব সব পুরানে।


মানুষ যাঁরা সভ্য শুভ
আছেন তাঁরা বেজায় কাবু
নিত্যদিনই মরেন যে ভাই মরমে।
কণ্যা জায়া, নাতিপুতি
মূল্যবোধে মারছে লাথি
দেখেও সব, লুকিয়ে থাকেন শরমে।


মুখ লুকিয়ে ফায়দাটা কি
বালি মুখে উটপাখিটি?
পালিয়ে থাকায় বাড়ছে বিপদ চরমে।
সাহস করে রাশটি ধরি
খোলামেলা আলাপ করি
গরমে নয়, বুঝের কথা বলতে হবে নরমে।