দূরত্ব থেকে শূণ্যতা


পাশে থেকেও একাকীত্ব তবুও হৃদয় খোঁজে হৃদয়
দূরত্ব- বোধহয় থেকেই যায় ! মিলনের মাঝে,
মন্দিরের স্তম্ভের মাঝে, অথবা
কন্যা থেকে কালপুরুষে, পূর্ণিমা থেকে অমাবশ্যায়
চাঁদ সে তো রাজসাক্ষী রাধার অভিসারের,
পাহারায় ছিল- ক্লিওপেট্রার ওষ্ঠে অ্যান্টনির অধরের !
তবুও দূরত্ব- চোখ থেকে চোখের !
শূণ্যতা- মন থেকে মনের !
মহাশূণ্যের এই অমোঘ শূণ্যে তুমি আমি ক্ষুদ্র শূণ্য
বৃত্তের ভেতওে বৃত্ত শূণ্য, জীবন থেকে জীবন শূণ্য
চন্দ্র শূণ্যে, সূর্য শূণ্যে, একাকীত্ব আর দূরত্বে
মনে শূণ্য, চোখে শূণ্য, হৃদয় থাকে দূরত্বে
অসংখ্য শূণ্যের মাঝে ওই শূণ্য চাঁদ জানে
ভালোবাসা কাঙ্গাল না- হৃদয় কাঙ্গাল ভালোবেসে
নিঃস্ব চাঁদ জানে ভালোবাসায় সত্য হৃদয়
তবুও দূরত্ব(আমাদের তৈরী) থেকেই যায়-
দূরত্ব থেকে শূণ্যতা নাকি শূণ্যতা থেকে দূরত্ব
ঘায় ! হৃদয়, হৃদয় খোঁজে, পাশে থেকেও একাকীত্ব
পাশে থেকেও একাকীত্ব তবুও হৃদয় খোঁজে হৃদয়
দূরত্ব- বোধহয় থেকেই যায় !দূরত্ব থেকে শূণ্যতা


পাশে থেকেও একাকীত্ব তবুও হৃদয় খোঁজে হৃদয়
দূরত্ব- বোধহয় থেকেই যায় ! মিলনের মাঝে,
মন্দিরের স্তম্ভের মাঝে, অথবা
কন্যা থেকে কালপুরুষে, পূর্ণিমা থেকে অমাবশ্যায়
চাঁদ সে তো রাজসাক্ষী রাধার অভিসারের,
পাহারায় ছিল- ক্লিওপেট্রার ওষ্ঠে অ্যান্টনির অধরের !
তবুও দূরত্ব- চোখ থেকে চোখের !
শূণ্যতা- মন থেকে মনের !
মহাশূণ্যের এই অমোঘ শূণ্যে তুমি আমি ক্ষুদ্র শূণ্য
বৃত্তের ভেতরে বৃত্ত শূণ্য, জীবন থেকে জীবন শূণ্য
চন্দ্র শূণ্যে, সূর্য শূণ্যে, একাকীত্ব আর দূরত্বে
মনে শূণ্য, চোখে শূণ্য, হৃদয় থাকে দূরত্বে
অসংখ্য শূণ্যের মাঝে ওই শূণ্য চাঁদ জানে
ভালোবাসা কাঙ্গাল না- হৃদয় কাঙ্গাল ভালোবেসে
নিঃস্ব চাঁদ জানে ভালোবাসায় সত্য হৃদয়
তবুও দূরত্ব(আমাদের তৈরী) থেকেই যায়-
দূরত্ব থেকে শূণ্যতা নাকি শূণ্যতা থেকে দূরত্ব
ঘায় ! হৃদয়, হৃদয় খোঁজে, পাশে থেকেও একাকীত্ব
পাশে থেকেও একাকীত্ব তবুও হৃদয় খোঁজে হৃদয়
দূরত্ব- বোধহয় থেকেই যায় !