বল, তুমি কি চাও,
যদি বায়না ধর চাঁদের,
সেথা হতে ছিড়ে এনে
পরিয়ে দেব কপালে।


যদি চাও তারার মালা,
গেথে দেব, বানিয়ে দেব দুল,
আরও দেব পরিয়ে
নোলকে একটি ছোট ফুল।


ভালো যদি লাগে গোলাপি আভা,
তাও দেব, রাঙ্গিয়ে দেব ঠোঁট,
ভোমরের কাছ থেকে এনে কালো
রাঙ্গাব তোমার চোখ।


যদি চাও রেশমি শাড়ি,
বুনে দেব, একে দেব সাত রঙে,
ঝিনুকের কাছ থেকে এনে মুক্তা
পরাব গলার হারে।


চাও যদি সোনার কাঁকন,
গড়িয়ে দেব, পরিয়ে দেব হাতে,
কার সাধ্য আছে বোঝার
কে সুন্দর করেছে কাকে।


বল, আর কি কি চাও,
এ পৃথিবীর যা কিছু সুন্দর
সবই দিয়ে আমি সাজব তোমায়,
বিনিময়ে চাইনা কিছু,
শুধু চাইব এতটুকু,
তোমার ঐ ব্যস্ত হৃদয়ে
আমাকে রেখে দাও।