স্বাধীনতা তোমায় দেখেছি আমি,
প্রথম গর্জে ওঠা বাঙ্গালির সুরে,
স্বাধীনতা তোমায় পেয়ছি তাই,
শহীদের বুক ছেড়া লাল রক্তে।


স্বাধীনতা তোমায় শ্পর্শ করেছি আমি,
প্রভাতের শিক্ত শিশিরে,
স্বাধীনতা তোমায় দেখি তাই,
ডুবে যাওয়া পশ্চিমা সূর্যে।


স্বাধীনতা তোমায় দেখেছি যেমন,
নজরুলের ঝাঁকড়া চুলে,
স্বাধীনতা তোমায় খুঁজে পেয়েছি তেমন,
জীবনান্দের লেখা কাব্যে।


স্বাধীনতা তোমায় দেখেছি আমি,
ঐ আকাশের মুক্ত ডানায়,
স্বাধীনতা তোমায় অনুভব করি তাই,
অপরের একটু ভালবাসায়।


স্বাধীনতা তোমায় আজও দেখি যখন,
ফুটপাতে দাড়ানো মায়ের চোখে,
স্বাধীনতা আমি খুঁজি তখন,
এই বাংলার প্রতিটি হৃদয়ে।