আগুন পাখি ওড়ে
লাল আভা আকাশ জুড়ে
তার জ্বলন্ত একটা পালক
পৃথিবীতে পড়ে
তখন মাটিতে, খুশিতে
ছিল সব্বাই মেতে,হঠাৎ
সুখ গেল ,দুখ এলো
মন ভরল অনুতাপে
ঘর পোড়ে দোড় পোড়ে
পোড়ে বাজার হাট
দরজায় খিল এঁটে থাকে
প্রাসাদে সম্রাট
প্রজারা সব ছোটে,
আতঙ্ক সঙ্কটে
লক্ষ দাসদাসী আসে
রাজার চারপাশে
বেতনভোগী কর্মচারী
জল ছিটিয়ে রাজার বাড়ি
হাজার করে, ঠান্ডা করে
তখন বাইরে মহামারী
হুলুস্থুল রাজ্য জুড়ে
আগুন ছোটে বাতাস ফুঁড়ে
আর্তনাদ ,ঘোর প্রমাদ
আবাদ বরবাদ
আমীর গরীব মরেই ফাঁকা
পুড়লো কুটির অট্টালিকা
চাটুকার পারিষদ
উঁচুনিচু কে ধুর্ত অবোধ
অগ্নির তা ছিল না বোধ !
ধ্বংস আরত যত সম্পদ
জ্বলন্ত  সংসদ
সৈনবাস তার আশপাশ
সব দাবানল করল গ্রাস
মন্ত্রী তন্ত্রী যত আমলা
এইবেলা তোর ঘর সামলা
চতুষ্পাশ ভরলো লাস
কেল্লা দগ্ধ ,সর্বনাশ
হর্ম্য ধর্ম গেল না বাদ
রাজ কীর্তি রাজার স্বাদ
পেল্লায় ওই রাজ প্রাসাদ ...
***********************
দিলীপ কুমার মিত্র
২০ শে শ্রাবণ ১৪২৯