এগারই জ্যৈষ্ঠ এক শুভ জন্মদিন
বিদ্রোহের বরপুত্র ভূমিষ্ঠের দিন,
দুঃসময়ে এসেছিল মানবিক কবি
নজরুল নাম তাঁর সাম্যের কবি।


প্রবল ঝঞ্ঝা সমান লেখনীর বাণী
রুদ্র বীণার তারেতে তীব্র সুরধ্বনি,
সৃষ্টির কোলহল নব রূপ ধরে
সাহিত্যে মহাবিপ্লব উন্মোচন করে।


নিপীড়িত জেগে ওঠে বিদ্রোহী ভাষায়
চোখে জেগেছিল স্বপ্ন নব এক আশায়,
ভীত হলো শোষকেরা নিল কারাগারে
মুক্তির মহানায়ক কখনো কী ডরে?


পরাধীন বেড়ি ভাঙা সোজা কথা নয়
পেয়ে বীতভয় বাণী উবে গেল ভয়,
পরাধীন উঠল জেগে পেতে মুক্তি স্বাদ
পেয়েছে মুক্তির দিশা করবে কে রদ?


প্রেম, প্রকৃতি,ভক্তির মিলন কথন
পাঠক অন্তরাত্মা যে করল মথন,
পেয়েছে সাম্যের বাণী কবিতায় গানে
নতুন পথের দিশা জেগে ওঠে প্রাণে।


(ছন্দ: অক্ষরবৃত্ত,মাত্রা:৮+৬)