একদা ধরাতে ছিল দাস প্রথা
ক্রীতদাস হয়ে কবে কেন কথা?
এক হাটে কেনা অন্য হাটে বেচা!
কী নিষ্ঠুর তা মানুষের রচা।


কপালে বুকেতে দাসের চিহ্ন
মানুষ হয়েও তারা ছিল ভিন্ন,
শিকলতে বাঁধা, প্রভুর মর্জি
চলত না তার আর কোন আর্জি।


জিম ক্রো, কেকেকে আর ব্লাক কোড
গড়িয়া তুলিল শেতাঙ্গ জোট,
ফুঁসিয়া উঠিল অত্যাচারিত
দিকে দিকে তারা হল জাগ্রত,
মৃত্যু,রক্ত, বহু সংগ্রামে
গেল দাস প্রথা কাগজে কলমে।


থেকে গেল ভেদ মনের গভীরে
প্রভু ছিল তারা ভুলবে কী করে?
বর্ণ,জাতি,ধর্ম বিদ্বেষ
দিকে দিকে তাই দুখ,তাপ, ক্লেশ।


শাসনের নামে, ধর্মের নামে,
হত্যা হচ্ছে বহুদেশ ধামে।
মানুষ বেশেতে মানুষ হত্যা
কেন যে কাঁপে না তাদের আত্মা।


আমি নিঃশ্বাস নিতে পারছিনে
জর্জ ফ্লয়েডের মৃত্যু যাতনে
বিশ্ব বিবেক উঠিল কাঁদিয়া,
উদার যে জন উঠুক জাগিয়া
সুস্থ সমাজ উঠিবে গড়িয়া।
ক্ষমা কর জর্জ শান্তিতে থাক,
আর তোমা কেউ কালো কবে নাক।(সংক্ষেপিত)


বি.দ্র. মাত্রাবৃত্ত ছন্দ,মাত্রা ৬+৬