দরিদ্র অতিথি হয় না নারায়ণ
আসলে গৃহে তারা ভার হয় যে মন,
অথচ দীন তারা পায় না খেতে ভালো
একটু খেতে পেলে ধন্য হয়ে গেল।


দীন-দরিদ্র সে অভাব শত শত
ডাল আনতে চাল ফুরোয় অবিরত,
কখনো পায় মাংস কোরবানির ঈদে
কাপড় কিনবে কী? পেটে তো তার খিদে!


অসচ্ছল নই ভালো খাই ও পরি
কাজের ফাঁকে ফাঁকে মুখেতে হরি হরি,
দরিদ্র অতিথি আসে যবে ঘরেতে
যত্ন করি কলা আর মুলোতে।


আনন্দের সাথে সে চেটেপুটে খায়,
মুখখানা হেরিয়া প্রাণ যে ভরে যায়।
একটু মাংস দিলে ক্ষতি মোর ছিল না
কিন্তু কেন জানি তাহা আর হলো না।


কী যে চোখের ভাষা বিদায়ের বেলাতে
বসন চায় বুঝি পারিনি তা মেলাতে,
আশিস করে গেল যাওয়ার বেলায়
গৃহিণী হাঁফ ছাড়ে বিদায় নেওয়ায়।


পরে এক অতিথি এল মোর ঘরেতে
ধনাঢ্য নর সে বুঝি বেশভূষাতে।
লুচি,মাংস, মণ্ডা হেরে কয় গণ্ডা,
চুপচাপ থাকে সে চোখ তার ঠান্ডা।


চাখাচাখি করে সে নির্বিকার মনেতে
তেমন সে খেল না পড়ে রল পাতেতে।
দানিলাম বসন ঘরনির সাহসে
শুষ্ক মুখে নিল একটুও না হেসে!


হায়রে মরদুম এ কেমন আচার
কে পেতে কে পাইল হইল কী বিচার?
চাহে না খাইতে যে তাকেই খাওয়াই
ক্ষুধাভরা পেটটা শূন্যতে ফিরাই।


বি.দ্র. স্তবক - চার চরণের
       চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
       পর্ব - ৭+৭
       লয় - মধ্যম
       ছন্দের নাম - মাত্রাবৃত্ত