স্বচ্ছ আলোয় করে ঝলমল
নরম আভায় ধরা চঞ্চল,
জোছনা এঁকেছে স্বপনের ছবি
আনমনা হলো ভাবাতুর কবি।


ঝির ঝির করে বায়ু বয় ধীরে,
ঝিঁঝি পোকাদের গুঞ্জন সুরে,
মায়াময় রূপ হয় সুখ, দুখ।
কী যেন আবেশে ভরে ওঠে বুক !


বাতায়ন পাশে নিরালায় বসে,
আনমনে ভাবি ভাবের অবেশে,
অম্বর হতে বুঝি ফুলপরি,
ঢালে মুঠো মুঠো জ্যোৎস্নার ঝুরি।


নদী মাঝে ঢেউ করে খিল খিল,
স্বর্গ আভায় ভরেছে অখিল।
জোছনা মোদির কলাপাতা বুকে
আলপনা আঁকে হাসি মাখা মুখে।


রাত জাগা পাখি করে ডাকা ডাকি,
নারকেল শাখে শশী দেয় উঁকি,
উছল কিরণ ঢালে রাশি রাশি
চৈত্র নিশির পূর্ণিমা-শশী।
                      (সংক্ষেপিত)


বি.দ্র. মাত্রাবৃত্তে ছন্দে রচিত,প্রতি চরণে দুটো করে পর্ব রয়েছে,প্রতি পর্ব ৬মাত্রার।