বোশেখ মাসের রোদেলা দুপুর
শুষ্ক পত্র বাজায় নূপুর,
প্রচণ্ড রোদ তপ্ত বাতাস
ঝির ঝির বায় ফেলে যেন শ্বাস।


বিকেল হতেই ঈশান কোণেতে
দল বাঁধে যেন কৃষ্ণ দৈত্যে,
নৈর্ঋত কোণে শুভ্র দৈত্য
যুদ্ধের মাঠে হয় যে মত্ত।


কালো মেঘ দলে নভ ঢেকে যায়
দেবতার সাথে দানবের জয়,
শুরু হয় নাশ মহাতাণ্ডবে
কুরু সনে লড়ে বীর পাণ্ডবে।


সাথে সাথে বারি বিজলীর সনে
মেতে ওঠে তিন ভয়াবহ রণে,
ভয়াল রূপেতে আসে যে কংস
ভূমিতে মিশিয়ে করে সে ধ্বংস।


বসত বৃক্ষে পায় না রক্ষে
মরা ছানা’ শোক শালিক বক্ষে,
চখাকে হারিয়ে চখী শোক করে
মানব মনেতে দুঃখ না ধরে।


পরদিন প্রাতে ফের নব রূপে
নতুন আশায় গড়ে ভাঙা ঘরে,
সংসার নীতি ভাঙা আর গড়া
রহস্য না বোঝে দয়াময় ছাড়া।


নিপাতের মাঝে উত্থান অছে
নয়া দেয় উঁকি সাঁঝেরই মাঝে,
না হলে বিনাশ, কে করে সৃজন?
লয় থেকে গড়া জানে বহুজন।


বি.দ্র. ছন্দ : মাত্রাবৃত্ত, পর্বসংখ্যা : ২, মাত্রা : ৬+৬