দেখলাম এক পথের ধারেতে
দাঁড়ায়ে শিশুটা অবাক চোখেতে,
মুখেতে ভারি পাকা পাকা কথা
থাকো তুমি কোথা? বলল ঐ হোথা।


বাড়ি নয় কোনো পার্ক যে একটা!
ছেড়েছে স্বজন মা হারা ছেলেটা
যাবে মোর সাথে? থাকবে গাঁয়েতে,
রাজি সে হলো না মোটে কোনোমতে।


পরিবার ছেড়ে ছিঁড়েছে বাঁধন
ভাবে না সে কারো আপনারজন,
অথচ সে ছিল নাড়ি-ছেঁড়া ধন
পথে সুখে থাকে চায় না স্বজন।


এরা বড় হয়ে কেউ বা হয়তো
মূল স্রোতে মেশে,কুপথে নয়তো
বেশি ভাগ তারা পড়ে যায় ধরা
কুলোকের হাতে, হয় দিশাহারা।


কেউ বা আবার নিয়ে বিদেশে
বেচে দিয়ে তারে সর্বাংশে নাশে,
পারি না কি মোরা? ঐ ঘর হারাকে
জাগাতে আবার বাঁচার সাধকে।


মিলে দশ হাত হও আগুয়ান
স্বপ্নহীন কে দিতে সন্ধান,
ভাই- বোন তারা আছে অধিকার
মিশে একসাথে সুস্থে বাাঁচার।