পিতার ছায়া
পরম মায়া,
নিবিড় স্নেহ
ভোলে কেহ?


হাতটা ধরে
যতন করে,
ঘরের বাইরে
হাঁটায় সেই রে।
বলে বাবা
সোনা বাবা,
ওরে বোকা!
যাসনে একা।
চরণ পিছলে
পড়ে গেলে
ব্যথা পাবি,
ঠোঁট ফুলাবি।


বর্ষবরণ
নয়ন হরণ,
বাবার ঘাড়ে
ভিড়েভাড়ে,
দেখি যখন
পাই শিহরণ।


বাবার সাথে
শহরের পথে,
অবাক চোখে
নতুনটাকে
দেখি যখন,
পাই শিহরণ
জাগে স্বপন
দেখতে ভুবন,
এমন করে
হাতটা ধরে।


নতুন কোনো
বায়না জেনো,
করতে পূরণ
রক্ত ক্ষরণ,
তবুও সে
সুখে হেসে
পূরণ করে
খুব সত্বরে।


মনে মনে
সারাক্ষণে,
ভাবে বাবা
শিশুর কথা
অভাব মাঝে
দুঃখ মাঝে,
আগলে রাখে
শিশুদেরকে।


তাই তো জেনো
বলে কেন?
পিতা ধর্ম,
পিতা স্বর্গ।
পিতা রুষ্ট
প্রভু রুষ্ট,
স্মরণ কর
হৃদয়ে ধর।


(ছন্দ: স্বরবৃত্ত,মাত্রা:৪)