কথায় যে সত্যবাদী কাজে আন্তরিক,
বিনয় রয়েছে যার ক্ষমাতে অধিক,
সততার আধার যে গৃহবাস মাঝে
প্রকৃত মানুষ সেই নমস্য সমাজে।

পরদুঃখ আছে যার অপরের দুঃখে,
দেশের মঙ্গল ভাবে আপনারই বক্ষে
করে যে বাস্তব চিন্তা দশের কল্যাণে,
আদর্শ মানুষ সে তো অপরের মনে।

সত্ত্বগুণে গুণান্বিত মহৎ সেই জন,
রজোগুণীর রয়েছে দেশব্রতে মন,
তমোগুণ নেই যার জ্ঞানী সেই জন,
উত্তম মানুষ বলে যার আছে পণ।

জাতির কাণ্ডারি হয় ভাষাশহিদ সম
সেবাদাশ হয় যারা দেশে এলে ব্যামো,
মাতৃভূমির বিপদেতে শত্রু সনে রণে
আদর্শ মানুষ সে তো সকলের প্রাণে।


বি.দ্র. অক্ষরবৃত্ত ছন্দ,৮+৬ মাত্রার